বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বøু-সিটিতে রূপান্তরিত হবে নীলফামারী পৌরসভা-মোহাম্মদ নায়িরুজ্জামান

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৯:০৮ পিএম

বøু-সিটিতে রূপান্তরিত হবে নীলফামারী পৌরসভা-মোহাম্মদ নায়িরুজ্জামান

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান  সদর পৌরসভাকে বø-সিটিতে রূপান্তরিত করবে বলে জানিয়েছেন। আজ ২৭ মে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নীলফামারী পৌরসভাকে বøু সিটিতে রূপান্তর করার জন্য আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরিকল্পনার কথা জানান।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, নীলফামারী পৌরসভাকে একটি আধুনিক পরিচ্ছন্ন ও নান্দনিক শহরে রূপান্তরের লক্ষ্যে আমরা ব্লু-সিটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। শহরের প্রতিটি সড়কের পার্শ্বের দেয়াল ও স্থাপনা গুলোকে নীল রঙে সজ্জিত করা হবে, যাতে করে শহরের নিজস্ব পরিচিতি গড়ে ওঠে। এছাড়াও শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বৃক্ষ রোপণসহ নানান উদ্যোগ গ্রহণ করা হবে। এই কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করছি।”
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) ও নীলফামারী পৌর প্রশাসক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, সাবেক জেলা আমির বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ, জেলা মহিলাদলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল,জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান আশিক। এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!