বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

দেশের ৫ প্রতিষ্ঠান থেকে এনআইডির তথ্য ফাঁস

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৮:৩৬ পিএম

দেশের ৫ প্রতিষ্ঠান থেকে এনআইডির তথ্য ফাঁস

পাচঁটি প্রতিষ্টান নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে চুক্তিবদ্ধ থাকা সত্বেও চুক্তির বরখেলাপ করে তৃতীয় পক্ষের কাছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। সোমবার (১০ ফেব্রæয়ারি) নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।এনআইডি সেবা দিয়ে থাকে নির্বাচন কমিশন। এনআইডি তথ্যভান্ডারও ইসির নিয়ন্ত্রণে। সরকারি-বেসরকারি ১৮২টি প্রতিষ্ঠান ইসির সঙ্গে চুক্তিবদ্ধ। তারা এনআইডির তথ্য যাচাই–সংক্রান্ত সেবা নিয়ে থাকে। সোমবার সকালে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় করে ইসি। তাদের এ আলোচনা আরো চলবে।ইসি সূত্র জানায়, যে পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য ফাঁস হয়েছে, সেগুলো হলো স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মহিলাবিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস।মতবিনিময় শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, দেখা যাচ্ছে, যাদের তথ্য যাচাইয়ের সুযোগ দেয়া হয়েছে,তারা ইসির অগোচরে অন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তথ্য দিচ্ছে। যেটা কাম্য নয়। এটা নিয়ন্ত্রণে আনা ও ব্যবস্থাপনা আরো উন্নত করার জন্য তারা আলোচনা করছেন। যাতে যার জন্য যতটুকু তথ্য প্রয়োজন, তিনি ততটুকু তথ্য নেন।এক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, এখন পর্যন্ত তারা পাঁচটি প্রতিষ্ঠান পেয়েছেন, যেগুলোর কাছ থেকে তথ্য ফাঁস হয়েছে। কীভাবে এটি হয়েছে, তা প্রতিষ্ঠানগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে। তথ্য ফাঁস বা পাচারের বিষয়গুলো কারিগরি, এগুলো আরো যাচাই–বাছাই করা হবে। তিনি আরো বলেন, এ তথ্য ফাঁস ইচ্ছাকৃতভাবে হয়েছে, নাকি অসাবধানতাবশত হয়েছে, সেটা দেখা হচ্ছে। যদি কেউ স্বপ্রণোদিতভাবে এটা করে থাকে, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!