সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছেন আরও ১ হাজার ১৬৮ জন।
মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) ইনামুল হক সাগর। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে গতকাল সোমবার রাত থেকে আজ পর্যন্ত ১ হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৬০৭ জনকে এবং অন্যান্য মামলা ও ওয়ান্টেমূলে ১ হাজার ১৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইনামুল হক সাগর বলেন, অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত দুটি বিদেশি পিস্তল,একটি এলজি,ওয়ান শুটারগান একটি,একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, দুটি চাপাতি, ৬টি রামদা, ১৩টি চাকু, কুড়াল দুটি, একটি করাত, তিনটি হাতুড়ি, দুটি প্লাস, দুটি বাটাল ও দুটি লাঠি উদ্ধার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :