মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

নীলফামারীতে জনরোষের মুখে সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৮:১৩ পিএম

নীলফামারীতে জনরোষের মুখে সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার

পারভেজ উজ্জ্বল, নীলফামারী : নীলফামারী জেলা জজকোর্ট চত্বরে জনরোষের মুখে পড়লেন নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার। আজ ৬ এপ্রিল রোববার দুপুরে নীলফামারী জেলা কারাগার থেকে তাকে হাজিরার জন্য আদালতে নেওয়ার সময় এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ডিমলা থেকে আসা বাবুরহাট এলাকার বাসিন্দা তসলিম উদ্দিন। 
কোর্ট সুত্রে জানা যায়, আজকে ডোমারের পৃথক দুটি মামলায় হাজিরা দিতে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে আনে পুলিশ।এ সময় আদালত চত্বরে বিক্ষুব্ধ নির্যাতিত লোকজন তাকে ‘ভূয়া, ভোট চোর ও খুনি’ স্লোগান দিয়ে কিলঘুষি মারার চেষ্টা করেন। তবে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা আফতাব উদ্দিনকে নিরাপদে আদালতে হাজির করান। এরপর আদালত থেকে বের হওয়ার সময়ও বিক্ষুব্ধ লোকজন ফের তাকে আঘাত করার চেষ্টা করে। কিন্তু নিরাপত্তার চাদরে আবৃত করে এমপি আফতাব কে পুলিশ  সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
এবিষয়ে জেলা জজকোর্টের বিজ্ঞ পিপি আল মাসুদ চৌধুরী বলেন, রংপুরের একটি মামলায় সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার কে গ্রেপ্তার পুলিশ গ্রেফতার করেছিলো। পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে নীলফামারীর দুটি মামলায় রোববার আদালতে হাজির করে তাকে শ্যোন এ্যারেস্ট দেখানো হয়েছে। পরে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক দেলোয়ার হোসেন তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ ঘটনা নিয়ে গোটা জেলা শহরের চায়ের দোকান গুলোতে নানান ঘটনার আলাপচারিতায় মেতে উঠেছে খদ্দের, এতে ঈদের বন্ধ থাকা ছোটখাটো চায়ের দোকানে গুলো জমে উঠেছে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!