পারভেজ উজ্জ্বল, নীলফামারী : নীলফামারী ডোমারের বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঙ্গা মটুকপুর ইউনিয়ন শাখার আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৪ এপ্রিল শুক্রবার মুটুকপুর ইউনিয়ন সভাপতি মো: আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ ডোমার ডিমলা উপজেলা এমপি মনোনীত পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডোমার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রবিউল আলম, প্রধান আলোচক ছিলেন, ডোমার উপজেলা জামায়াতের কর্মপরিষদ ও সুরা সূস্য প্রভাষক আব্দুল খালেক, বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ সাদ্দাম হোসেন সহ মটুকপুর ইউনিয়ন শাখার স্থানীয় এবং নেতৃবৃবন্ধু উপস্থিত ছিলেন ।
জেলা আমির মাওলানা আব্দুর সাত্তার তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই বিপ্লবে ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে মুক্ত করেছে। জনগণ আর ফ্যাসিবাদের দিকে ফিরে যেতে চায় না। আমাদেরকে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ আর পূর্বের ফ্যাসিস্টের শাসনে ফিরে যেতে চায় না। জনগণ পরিবর্তন চায়। তাই পরিবর্তনের জন্য সংস্কার দরকার। তাই ফ্যাসিস্ট এবং তাদের দোসরদের সকল ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে।
আপনার মতামত লিখুন :