বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

মিটারের চেয়ে সিএনজিতে বেশী ভাড়া নিলেই ৬ মাসের জেল, ৫০ হাজার টাকা জরিমানা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৬:০৫ পিএম

মিটারের চেয়ে সিএনজিতে বেশী ভাড়া নিলেই ৬ মাসের জেল, ৫০ হাজার টাকা জরিমানা

রাস্তায় চলাচলকারি থ্রি-হুইলার সিএনজি মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে সিএনজি বা পেট্রল চালিত অটোরিকশার চালকের বিরুদ্ধে মামলা দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এ ছাড়া তাকে ৬ মাসের কারাদন্ড বা ৫০ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
সোমবার (১০ফেব্রæয়ারি) বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাসের স্বাক্ষরকৃত এক পত্র থেকে মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) বিষয়টি জানা যায়। পত্রটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে।
এতে বলা হয়,গ্যাস বা পেট্রল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা রুজু করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
পত্রে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৩৫(৩) অনুযায়ী কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যে কোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন এবং মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না। এর ব্যত্যয় ঘটলে আইনের ধারা ৮১ অনুযায়ী অনধিক ৬ মাসের কারাদন্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক এক পয়েন্ট কর্তন করার বিধান রয়েছে। এ অবস্থায়,গ্যাস বা পেট্রল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট মোটরযান চালকের বিরুদ্ধে মামলা করার জন্য অনুরোধ করা হলো।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!