শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত অনুভূত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ১০:৫৩ এএম

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত অনুভূত

পঞ্চগড়ে সূর্যাস্তের পর থেকে উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা বাড়তে থাকে। রাত যত গভীর হয়, শীত ততই তীব্র হয়ে ওঠে। এ অঞ্চলে তৃতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তবে সকালে সূর্যের উষ্ণ কিরণে কিছুটা শীত কমতে থাক। দিনে রাতে দুই রকম তাপমাত্রার কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধির প্রবণতা।  
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ সেলসিয়াস। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রার রেকর্ডে দুইদিন ধরে তৃতীয় দফায় মৃদু শৈতপ্রবাহ বইছে।
সকালে স্থানীয়রা জানাচ্ছেন, ভোরেই দেখা মেলে ঝলমলে রোদ। কিন্তু সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কনকনে শীতের মাত্রা বেশি হয়ে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা যেন জিরো ডিগ্রিতে নেমে আসে। 
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজকেও তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে। এ তাপমাত্রায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ অঞ্চলে। বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ সেলসিয়াস। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রার রেকর্ডে গত তিন দিন ধরে তৃতীয় দফায় মৃদু শৈতপ্রবাহ বইছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!