পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সরকারের রেখে যাওয়া অসম চুক্তি ও অস্বাভাবিক ঋণের বোঝা অন্তর্র্বতী সরকারকে টানতে হচ্ছে।বুধবার (১১ডিসেম্বর) রাজধানীর ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে বাংলাদেশ ওয়ার্কিং গ্রæপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডবিøউজিইডি)আয়োজিত দ্বিতীয় ‘বাংলাদেশ এনার্জি প্রোসপারিটি ২০৫০’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, জ্বালানি খাতকে সমৃদ্ধ করতে নানা উদ্যোগ নেয়া হলেও স্বচ্ছতাসহ বিভিন্ন চ্যালেঞ্জের কারণে মুখ থুবড়ে পড়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সরকারের রেখে যাওয়া অসম চুক্তি ও অস্বাভাবিক ঋণের বোঝা অন্তর্র্বতী সরকারকে টানতে হচ্ছে। তবে টেকসই নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে।
আর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মো. ফাওজুল কবির খান বলেন, জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকার দুর্নীতির সুযোগ করে দিয়েছিল। তবে অন্তর্র্বতী সরকার তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এছাড়া দেশে কার্বন নিঃসরণ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানোর তাগিদ দেন জ্বালানি উপদেষ্টা।
উল্লেখ্য,রাজধানীতে শুরু হওয়া এই সম্মেলন (১১-১৩ ডিসেম্বর) তিনদিন চলবে। সম্মেলনে সব মিলিয়ে মোট ১২টি সেশন অনুষ্ঠিত হবে। এতে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন, পরিবেশবাদী সংগঠন,জ্বালানি বিশেষজ্ঞ, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়েছেন।
আপনার মতামত লিখুন :