সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সকল ভেদাভেদ ভুলে বিশ্বের মুলমানদের এক প্লাটফর্মে আসার সময় হয়েছে-মেয়র প্রার্থী খোরশেদ আলম

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৪:২৭ পিএম

সকল ভেদাভেদ ভুলে বিশ্বের মুলমানদের এক প্লাটফর্মে আসার সময় হয়েছে-মেয়র প্রার্থী খোরশেদ আলম

সাভার তিনিধি  : গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদ জানিয়ে ঢাকা জেলা বিএনপির সাবেক যগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী খোরশেদ আলম বলেছেন, আজকে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যের প্রয়োজন। মুসলমানদের সকল ভেদাভেদ ভুলে এক প্লাটফর্মে আসার সময় হয়েছে। সারা বিশ্বে প্রায় ২‍‍`শ কোটি মুসলমান থাকার পরেও আজকে গাজায় ইসরাইলি তান্ডব চালাচ্ছে শুধু মুসলমানদের একতা না থাকার কারণে। আমরা চাই সারা বিশ্বের মুসলমান এক কাতারে আসুক। একযোগে এটার প্রতিবাদ গড়ে তুলুক। যাতে করে গাজা এই নৃশংস হামলা থেকে রক্ষা পায়। পাশাপাশি বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরও ঐক্য থাকার দরকার।
রবিবার (২৭এপ্রিল) রাতে সাভারের জামসিং ঘাসমহল এলাকায় আলবেদা বাইতুল নুর জামে মসজিদ কমিটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে বিষেশ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি সময় বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে যেভাবে ইসলামের উপর অত্যাচার হয়েছে,তা আপনারা সবাই জানেন। তাই ইসলামের উপর যারা এই অত্যাচার অনাচার আর জুলুম করেছিলো তাদের পক্ষে থাকার আর কোন সুযোগ নেই।
তিনি বলেন, এমন একটি সময় ছিলো ওয়াজ মাহফিল চলাকালে বক্তার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হতো। কারণ বক্তা যখন কোরআনের কথা বলতেন, কোরআনের ব্যাখ্যা দিতেন, তখন কোরআনের বব্যাখ্যার সাথে তাদের আচরণ মিলে যেতো। তখন তারা ভাবতো কথা গুলো বক্তা তাদের বিরুদ্ধে বলছেন, তখনই তারা বক্তার হাত থেকে মাইক কেড়ে নিয়ে পুলিশ ডেকে ওয়াজ বন্ধ করে দিতো। 
খোরশেদ আলম এসময় আরো বলেন, আমরা এমনও দেখেছি বাইতুল মোকারামে নামাজরত অবস্থায় মুসুল্লিদের উপর টিয়ারসেল ছুড়া হয়েছে। মুসুল্লিদের উপর সমানে লাঠিচার্জ করেছে। শুধু তাই নয় নামাজরত মুসুল্লিদের গ্রেপ্তার করে নিয়ে গেছে। যাদের নিয়ে যেতো, দীর্ঘদিন তার কোন খোঁজ খবর পাওয়া যায়নি। দুই মাস তিন মাস পর জঙ্গী নাটক সাজিয়ে কিছু মেরে ফেলত আবার কিছু জেল হাজতে ঢুকিয়ে দিতো।তিনি বলেন, যে সরকার ভিন্ন একটি দেশের এজেন্ট হয়ে কাজ করেছে তাদেরকে এ দেশের মাটিতে আর কোন সুযোগ দেওয়া যাবে না। তার জন্য বাংলাদেশের সকল মুলমানদের ঐক্যবদ্ধ হতে হবে।
পরিশেষে তিনি আগামী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী জানিয়ে বলেন, আপনাদের কাছে আমার ভোট চাওয়ার কিছু নেই। আমার কর্মদ্বারা যদি আমি আপনাদের মন জয় করতে পারি, তাহলে আপনারা আমাকে মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন।মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম।
আলবেদা বাইতুন নূর জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ কাঞ্চন আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও শাইখুল হাদিস মুফতি আরিফ বিন হাবিব।বিশেষ বক্তা ছিলেন সাভারের তেঁতুলঝোড়া শাহী জামে মসজিদের খতিব মুফতি জুবায়ের বিন সাঈদ (নড়াইল) ও সাভারের জামিয়া দারুল আমান এর প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি নাজমুল হাসান বিন নূরী।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!