শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন গঠন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০৭:১৯ পিএম

রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন গঠন

রাষ্ট্র সংস্কারে আরও চারটি কমিশন গঠন করেছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। উপদেষ্টা পরিষদের বৈঠক প্রসঙ্গে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 
চার কমিশন ও প্রধানের নাম
> স্বাস্থ্য সংস্কার কমিশন, এর প্রধান ড. একে আজাদ খান।
> গণমাধ্যম সংষ্কার কমিশন, এর প্রধান কামাল আহমেদ।
> শ্রমিক অধিকার সংষ্কার কমিশন, এর প্রধান সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ।
> নারী বিষয়ক কমিশন, এর প্রধান শিরিন হক।
এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন,পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করে সরকার। আর ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হয়।
 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!