মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

পৌষের শীতে কাপছে পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ১০:৪৭ এএম

পৌষের শীতে কাপছে পঞ্চগড়

পৌষের শীতে কাপছে দেশের হিমালয়ের কোলঘেঁষা উত্তরের জেলা পঞ্চগড়। গত দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহও বয়ে যাচ্ছে। এতে জেলার জনজীবন শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে।খেটে খাওয়া দিনমজুর শ্রমিকদেরও কষ্ট বেড়েছে।
শীতের তাপমাত্রা শনিবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।
বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়ার আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় গণমাধ্যমকে বলেন, হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ  শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা পরিমাণ ছিল ৯৯ শতাংশ। তিনি আরও বলেন, উত্তরের হিমেল বাতাসে এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এ ছাড়াও গত কয়েক দিন ধরে সকালে ও সন্ধ্যার পর কুয়াশা নামে। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে। এদিকে শীত বস্ত্রের অভাবে শীতার্থও গরীব মানুষ কষ্ট পাচ্ছে বলে জানা গেছে।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!