নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে আজ ২৬ মার্চ বুধবার মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ ও কুচকাওয়াজ অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯ টায় নীলফামারী পৌর মাঠে জেলা প্রশাসন নীলফামারীর আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান,জেলা পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান। এরপর বীর মুক্তিযোদ্ধাগণকে ফুল দিয়ে বরণ করে নেন। বেলুন এবং পায়রা অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশ নীলফামারী দল, আনসার ও ভিডিপি দল, জেলা কারারক্ষী দল, বিএনসিসি দল ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দলের সমন্বয় একটি সুশৃংখল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ।
আপনার মতামত লিখুন :