মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পারভেজ হত্যার প্রতিবাদে নীলফামারী কলেজ ছাত্রদলের মানববন্ধন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ১১:২৩ পিএম

পারভেজ হত্যার প্রতিবাদে নীলফামারী কলেজ ছাত্রদলের মানববন্ধন

পারভেজ উজ্জ্বল,নীলফামারী : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে উস্কানিমূলক  নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদল শাখার নেতাকর্মীরা ঘন্টাব্যাপি মানববন্ধন করেছেন।
আজ ২১ এপ্রিল সোমবার দুপুরে নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে এই ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে,মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন নীলফামারী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম,সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেসুর রহমান কাজল, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি সহ সরকারি কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তার বক্তব্যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইন্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম  পারভেজের হত্যাকারীদের দ্রæত গ্রেপ্তার,দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন।
কলেজ ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি বলেন, ভবিষ্যতে যেনো মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ এর মতন এ রকম ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!