পারভেজ উজ্জ্বল, নীলফামারী : আজ গণহত্যা দিবসে বদ্ধভুমিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আজ ২৫ মার্চ মঙ্গলবার সকালে নীলফামারী সরকারি কলেজের বধ্যভূমিতে রাষ্ট্রের পক্ষে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন নীলফামারী প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ।তারপরেই জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর,প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জ্যোতি বিকাশ চন্দ্র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক ও সুধীজন।
আপনার মতামত লিখুন :