রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

সাতক্ষিরায় ১০ টাকায় ডেকে ডেকে বিক্রি হচ্ছে সবজি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৮:৩৬ এএম

সাতক্ষিরায় ১০ টাকায় ডেকে ডেকে বিক্রি হচ্ছে সবজি

দেশের সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে ক্রেতাদের ডেকে ডেকে সবজি বিক্রি করছেন বিক্রেতারা। মাত্র ১০ টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন শীতকালীন সবজি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি বিক্রি হচ্ছে সবচেয়ে কম দামে। প্রতি কেজি মাত্র ১০ টাকা। বাঁধাকপি প্রতি পিসও বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। সস্তায় সবজি পেয়ে খুশি ক্রেতারা। অন্যদিকে দামের এমন পতনে হতাশ চাষিরা।
বাজারে নতুন টমেটো প্রতি কেজি ৪০ টাকা, মুলা ১৫ টাকা, শিম ২০-২৫ টাকা, বরবটি ৪০ টাকা, কাঁচামরিচ ৫০ টাকা এবং পেঁপে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ক্রেতারা জানান,গত সপ্তাহে যে সবজি ৫০-৭০ টাকায় কিনতে হতো,এখন তা মাত্র ২০-৪০ টাকায় পাওয়া যাচ্ছে। বাজারে সরবরাহ বেশি হওয়ায় দাম এত কমেছে।
বিক্রেতারা জানান, চাষাবাদের খরচ তুলতে না পারায় তাদের আর কোনো উপায় নেই। তাই কম দামে বিক্রি করে সবজি খালি করতে বাধ্য হচ্ছেন। এভাবে ডেকে ডেকে ১০ টাকায় সবজি বিক্রির কারণে ক্রেতারা উপকৃত হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় কষ্ট প্রকাশ করেছেন চাষিরা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!