শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দেশের প্রাচীনতম বৈশাখী মেলা উদযাপিত হলো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী কুমড়াকান্দি গ্রামে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৮:১৭ পিএম

দেশের প্রাচীনতম বৈশাখী মেলা উদযাপিত হলো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী কুমড়াকান্দি গ্রামে

এস এম সিরাজুল ইসলাম: রাজবাড়ী থেকে-১৫৩ তম বৈশাখী মেলার আসর বসেছিল গোয়ালন্দ উপজেলার কুমরাাকান্দি গ্রামে। ব্রিটিশ শাসনামল থেকে এই গ্রামের জনাব ফাজিল ফকির নামে এক সাধক তৎকালীন ঢাকা জেলার নুরুল্লাপুর দরবার শরীফ থেকে এই মেলা আয়োজন করার দায়িত্ব প্রাপ্ত হন। বাউল জগতের স্বনামধন্য সকল শিল্পীদেরই  বিভিন্ন সময় পদচারন ঘটেছে এই মেলার আসরে। পাঁচ দিনব্যাপী মেলার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  বাউল গান, জারী গান এবং রাত্রিকালীন গ্রামীন বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয় থাকে। দূর দুরান্ত থেকে গান ও মেলা প্রেমী সর্বস্তরের জনসাধারণ  লোকসংস্কৃতির  আনন্দ এবং জ্ঞান উপভোগ করেন। মেলা উপলক্ষে শিশুদের আনন্দ বিনেদনে বিভিন্ন প্রকার খেলনা নাগরদোলাসহ গ্রামীণ মেলার হরেক রকমের খাবারের সমাহার ঘটে। গ্রামীন বিচিত্রা অনুষ্ঠানে যাত্রাপালার ও নাটকের আয়োজন করা হয়।  এলাকার শিক্ষা ও সংস্কৃতি উন্নয়নে, বিশেষ অবদানের জন্য সম্মাননা বিচিত্রা অনুষ্ঠান এবং পুরস্কারের ব্যবস্থা থাকে।  এবার এস এস সি পরীক্ষা থাকায় মেলার সময় সীমা সংক্ষিপ্ত করে তিন দিনব্যাপী করা হয়। অত্র অঞ্চলের সম্মানিত ব্যক্তিবর্গসহ প্রশাসনিক কর্মকর্তারাও মেলায় উপস্থিত থাকেন এবং সুশৃংখলভাবে মেলার সকল কার্যক্রম সমাপ্ত হয়।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!