শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

দেশে দুর্নীতিবিরোধী তল্লাশির বিষয়ে সতর্কবার্তা

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ১০:০৮ পিএম

দেশে দুর্নীতিবিরোধী তল্লাশির বিষয়ে সতর্কবার্তা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারী হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে দুর্নীতিবিরোধী তল্লাশি অভিযানের নামে প্রতারণার বিষয়ে সর্বসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি।  বুধবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, এক শ্রেণির প্রতারকচক্র দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারী হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির বাসভবনে দুর্নীতিবিরোধী তল্লাশি অভিযান পরিচালনা করছে এবং অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের কর্মকান্ডের মাধ্যমে প্রতারকচক্র সাধারণ মানুষকে হয়রানি করাসহ দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে। 
তিনি বলেন,দুর্নীতি দমন কমিশন কোনো তল্লাশি অভিযান পরিচালনা করলে সেক্ষেত্রে দুদকের কর্মকর্তারা কমিশনের যথাযথ অনুমতি সাপেক্ষে নির্ধারিত পদ্ধতি অবলম্বন করে। কমিশনের কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ তল্লাশি অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের নিজস্ব পরিচয়পত্র বহন করতে হয় এবং ক্ষেত্রবিশেষে তাদের নির্ধারিত পোশাক থাকে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাতিরেকে দুদক পরিচয়ে কোনো তল্লাশি অভিযানের সংবাদ নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করার জন্য তিনি পরামর্শ দেন।উল্লিখিত বিষয় ছাড়াও অন্য কোনো প্রতারণা বা অনিয়মের তথ্য পাওয়া গেলে দুদকের টোল ফ্রি হটলাইন-১০৬ নম্বরে জানানো অথবা নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!