মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি চলছে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০১:২০ পিএম

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে  নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি চলছে


ফিলিস্তিনির গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি চলছে। ৭ এপ্রিল সোমবার সকাল থেকেই রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে জড়ো হতে দেখা গেছে শিক্ষার্থীদের। ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর সামনে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া গাজায় হামলা বন্ধের দাবিতে একই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র শিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠন।
এদিকে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। একই ঘটনায় রাজধানীর বিজয় নগর এলাকায় বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের উপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের ¯েøাগানে। এ সময় সোমবার জেনারেল স্ট্রাইকে দেশবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।
গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আজকের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাসন। এই গণহত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ও।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!