সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

সুন্দরবনে আগুন লেগেছে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৮:০৫ পিএম

সুন্দরবনে আগুন লেগেছে

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় আগুন লেগেছে। তবে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ করতে পারছেনা।শনিবার(২২ মাচর্) সকাল ১১টার দিকে সুন্দরবনের কলমতেজীর বিল এলাকায় এই আগুনের সূত্রপাত। বনবিভাগ ও জেলেদের সূত্রে জানা যায়,পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলম তেজি এলাকার বিলে শনিবার ধোঁয়া দেখতে পায় জেলেরা। পরে বনরক্ষীদের খবর দিলে এলাকাবাসীর সহযোগিতায় বনরক্ষীরা আগুন লাগা এলাকায় ফায়ার লাইন কেটে আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে সে চেষ্টা চালায়। কিন্তু যে এলাকায় আগুন লেগেছে সেখান থেকে আড়াই কিলোমিটার দূরে পানির খাল থাকায় সেখান থেকে পানি নেয়া কষ্টকর হয়ে পড়েছে। ইতিমধ্যে শরণখোলা ফায়ার স্টেশনের দুটি গাড়ি, মোড়লগঞ্জ ফায়ার সার্ভিসের আরো একটি গাড়ি ও কচুয়া ফায়ার সার্ভিসের আরো একটি গাড়ি আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর বলেন, জেলেদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে বনরক্ষীদের ও গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তবে পানির খাল দূরে হওয়ায় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। চাঁদপাই রেঞ্জের এসি এফ দীপন চন্দ্র দাস বলেন, আগুন বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়েছে তবে ফায়ার লাইন কেটে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বনরক্ষী, ভিটিআরটিম ও গ্রামবাসীরা।
সুন্দরবন সংলগ্ন  রাজাপুর এলাকার সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান বলেন,জেলেদের কাছ থেকে বিষয়টি জেনে বনবিভাগকে অবহিত করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে একটি চক্র সুন্দরবনে মাছ ধরতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।পূর্ব সুন্দরবন বিভাগের বাগেরহাটের ডিএফও নুরুল কবির বলেন, আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস বনরক্ষী ও গ্রামবাসীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!