পারভেজ উজ্জ্বল,নীলফামারী প্রতিনিধি : পবিত্র রমজান উপলক্ষে নীলফামারীর ডিমলার পূর্ব ছাতনাই ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মার্চ শুক্রবার ইফতার অনুষ্ঠানে ছাতনাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন ও প্রধান বক্তা হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা,বিশেষ অতিথি হিসেবে সহসভাপতি আরিফুল ইসলাম লিটন,সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে রাজনৈতিক পরিস্থিতি, রমজানের তাৎপর্য ও দেশের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
ইফতার মাহফিলে ডিমলা উপজেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ তবিবুজ্জামান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনির“জ্জামান মনিরসহ দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :