শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

নীলফামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির বিরুদ্ধে বিক্ষোভ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ১২:৩৪ এএম

নীলফামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির বিরুদ্ধে বিক্ষোভ

পারভেজ উজ্জ্বল, নীলফামারী : নীলফামারীর ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে বিগত আন্দোলনের ত্যাগী নেতাকর্মীরা। আজ ৪ এপ্রিল শুক্রবার বিকেলে ডিমলা বিজয় চত্ত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্যাগী নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতি অ¤øান চত্ত্বরে  মিলিত হয়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ প্রতিবাদ করেন।
এসময় ডিমলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী নুপুর আক্তার, রাব্বি ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা কমিটির যুগ্ম আহবায়ক আবু ইউসুব শাকিল ও রাশেদ ইসলাম জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে নিজ স্বার্থহাসিলের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন অফিসে চাঁদা দাবি করছে বলে অভিযোগ উঠেছে।
ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতা-কর্মীরা জানান ৪ শত জনের একটি ভূয়া কমিটি গঠন করেছে, যা প্রকৃত ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে বিশ্বাস ঘাতকতার সামীল।
বিক্ষোভে ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফয়জুর রহমান ফয়েজ , রানা ইসলাম জানান প্রকৃত ছাত্র আন্দোলনের আদর্শের সাথে বেঈমানি করে গঠিত এই ভূয়া কমিটি তারা কোনোভাবেই মেনে নেবেন না। ডিমলার মাটিতে এ ধরনের প্রতারণামূলক কর্মকান্ড চলতে দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।
বক্তব্যে আন্দোলনকারীরা আরও বলেন, “আমাদের রক্ত, ঘাম ঝড়িয়ে আদায় করা আন্দোলনকে পুঁজি করে কেউ যদি ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করে, তাহলে তাদের কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
এসময় আন্দোলনকারীরা প্রকৃত ছাত্র নেতৃত্বের অধীনে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ডিমলা উপজেলা প্রশাসনের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ভূয়া কমিটির চাঁদাবাজ নেতাদের প্রশ্রয় না দেওয়ার দাবি জানান। এ বিষয়ে জুলাই আগস্ট  বিপ্লবের ছাত্র সমন্বয়ক এবং নীলফামারী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব  জিয়ারুল ইসলাম জিয়া ডেইলি খবর ২৪ কে বলেন,আন্দোলন হয়েছে মুলত ডিমলা উপজেলার ডালিয়ায় ও বালাপাড়া ইউনিয়নে। প্রতিটি ইউনিয়ন থেকে কর্মীদের নিয়ে কমিটি হয়েছে এবং এর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে তাই এবিষয়ে জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে আলাপআলোচনা চলছে এবং এর সমাধান হবে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!