পারভেজ উজ্জ্বল, নীলফামারী : নীলফামারীতে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। সুত্র মতে আজ ২৮ এপ্রিল সোমবার সকালে,নীলফামারী জেলার ডোমার উপজেলার সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ গ্রেফতার হয়েছে বোড়াগাড়ি ইউনিয়নের বটতলী বাজার এলাকায়।
তোফায়েল আহমেদ ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ি চান্দিনাপাড়া গ্রামের মৃত ছওকত আলীর ছেলে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডেইলি খবর ২৪ ডটকমকে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলামের প্রচারণার সময়ে গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তোফায়েল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ যে সদ্য বিলুপ্ত নীলফামারী জেলা পরিষদের ডোমার এলাকার জেলা পরিষদের সদস্য মঞ্জুরুল আহমেদ ডন এর বড়ভাই এবং ডোমারের বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন তোফায়েল আহমেদ।
আপনার মতামত লিখুন :