পারভেজ উজ্জ্বল,নীলফামারী: নীলফামারী হাসপাতালের তও¦াবধায়কের অপসারণের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর একদফার দাবির কাছে নতিস্বীকার করে পদত্যাগে বাধ্য হলেন তত্ত্বাবধায়ক আবু আল হাজ্জাজ। জানা যায়,নীলফামারী আধুনিক সদর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ বিগত শেখ হাসিনার সরকারের সময় থেকে নানান দূর্নীতির সাথে জরিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। ফ্যাসিস্টের নিয়োগকৃত ঠিকাদার দ্বারা ঔষধ থেকে শুরু করে খাদ্য পর্যন্ত সকল পর্যায়ে দ্নূীতি চালিয়ে আসছে। বর্তমান সময়ে তিনি নানান উপায়ে ঐ দূর্নীতিবাজ ফ্যাসিস্টের দোসরদের ঠিকাদারি নিয়োগ দিয়ে আবারও দূর্নীতি করার পায়তারা করছেন। এই দূর্নীতির বিরুদ্ধে মাঠে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্র জনতা। তার অপসারণের জন্য ৭২ঘন্টার আল্টিমেটাম দিয়েছে নীলফামারী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
৭২ ঘন্টার সময় অতিক্রম করার সাথে সাথে দুর্নীতিবাজ এই তত্ত্বাবধায়কের অপসারণের জন্য হাসপাতালে অবস্থান নেন ছাত্রনেতারা।আজ ১৬ এপ্রিল বুধবার সকাল থেকে নীলফামারী জেনারেল হাসপাতালের সামনে অবস্থান গ্রহণ করে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক ও সচিব আলিফ সিদ্দিকী প্রান্তরের নেতৃত্বে ছাত্ররা। উপায়ন্তর না দেখে অবশেষে হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ আব্দুল্লাহেল মাফি কে দায়িত্ব অর্পণ করে বিদায় নেন আবু আল হাজ্জাজ। এদিকে আন্দোলনে নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার যুগ্ম আহবায়ক সাইয়েদ গোলাম আজম, রইসুল ইসলাম ও সাইয়েদুজ্জামান, যুগ্ম সদস্য সচিব রেজাউল ইসলাম ও ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন এবং জাতীয় নাগরিক পার্টির আখতারুজ্জামানের দাবি সম্পূর্ণ ভাবে নীলফামারী হাসপাতাল ফ্যাসিস্টের দালাল মুক্ত না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে। নীলফামারী সদর হাসপাতালের জনৈক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক ডেইলি খবর ২৪ কে বলেন, হাসপাতাল আজ রাহুমুক্ত হলো, আমরা চাই বিগত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক উপায়ে নিয়োগকৃত সকল ঠিকাদারের তদন্ত সাপেক্ষে বিচার হউক। উল্লেখ যে দৈনিক একুশের বানী, দেশ বর্তমান,প্রথম আলো ও অনলাইন ডেইলি খবর ২৪ ডটকমে এই বিষয়ে খবর প্রকাশের তিনদিন পরেই পদত্যাগ করে পালিয়ে গেলেন নীলফামারী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবু আল হাজ্জাজ।
আপনার মতামত লিখুন :