বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সবার আগে নতুন বছরকে স্বাগত জানাল নিউজিল্যান্ড

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৭:০৭ পিএম

সবার আগে নতুন বছরকে স্বাগত জানাল নিউজিল্যান্ড

বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে নিউজিল্যান্ডের অকল্যান্ডেই সবার আগে ইংরেজি নববর্ষ উদযাপন করা হয়। স্থানীয় সময় মধ্যরাতে ঘড়ির কাটা ১২টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। আজও সবার আগে সেখানে শুরু হয়ে গেছে নতুন বছরের উৎসব।
আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে আগে বরণ করার সুযোগ পায় এমন দেশগুলোর একটি নিউ জিল্যান্ড। নতুন বছরকে আমন্ত্রণ জানানোর উৎসবে মেতে ওঠার ক্ষেত্রে বয় শহরগুলোর মধ্যে অকল্যান্ডের সুযোগ আসে সবার আগে
নতুন বছরকে বরণ করতে অকল্যান্ডের কেন্দ্রস্থলের ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে ঝুলন্ত একটি বিশাল ঘড়ির সময় দেখে রাত ১২টা বাজার জন্য অপেক্ষা করতে থাকে সেখানে জড়ো হওয়া মানুষ। শুরু হয় কাউন্টডাউন। আর ১২টা বাজার সঙ্গে সঙ্গে আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল ছটা। সবার আগে নতুন বছর এলো যে দেশে
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি সবার আগে বরণ করে নিয়েছে নতুন বছর ২০২৫ সালকে। এ খবর নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
এদিকে সিএনএন-র প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় ২০২৫ সালকে প্রথম স্বাগত জানিয়েছে কিরিবাতি। ইংরেজি নববর্ষকে স্বাগত জানানো বিশ্বের প্রথম এ দেশ যুক্তরাজ্য থেকে ১৪ ঘণ্টা এগিয়ে।
গ্রিনিচ মান সময় ১০টায় কিরিবাতি যখন ইংরেজি নববর্ষকে বরণ করছে তখন সেখানকার আশেপাশে আরও ১০টি দেশ একই সময়ে বরণ করে নেয় নতুন বছরকে। এর ১ ঘন্টা পর অর্থাৎ গ্রিনিচ মান সময় ১১টায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টোঙ্গা ও সামোয়া এবং বৃহত্তর নিউজিল্যান্ডও স্বাগত জানাবে ২০২৫ সালকে।
প্রসঙ্গত, ভৌগোলিক কারণে কিছু দেশ সবার শেষে নতুন বছরকে স্বাগত জানাবে। আন্তর্জাতিক সময় গ্রিনিচ মান অনুযায়ী বাংলাদেশ সময় বুধবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় প্রায় জনমানবহীন মার্কিন অঞ্চল হাওয়াই দ্বীপপুঞ্জের হাওল্যান্ড ও বেকার দ্বীপে ২০২৫ সালের আগমন হবে সবার শেষে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!