রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে চুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪, ০৫:৩৭ পিএম

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে চুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভের মুখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে আজ বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে চুয়েট ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ‘চুয়েট একাডেমিক কাউন্সিল সভায় চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকল শিক্ষার্থীকে বিকেল ৫টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।’

এর আগে আজ চতুর্থদিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে চুয়েট শিক্ষার্থীরা। প্রতিবাদের অংশ হিসেবে তারা প্রতিটি বিভাগের প্রবেশ পথে তালা ঝুলিয়ে দেয়। সেই সঙ্গে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক বন্ধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!