মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২১ মাঘ ১৪৩১

৭ দিনের জন্য আন্দোলন-কর্মসূচি স্থগিত করেছেন তিতুমীর কলেজ শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৯:৫৯ পিএম

৭ দিনের জন্য  আন্দোলন-কর্মসূচি স্থগিত করেছেন তিতুমীর কলেজ শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রণালয়ের আশ^াসে আগামী ৭ দিনের জন্য আন্দোলন-কমৃসুচি স্থগিত ঘোষনা করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।  সোমবার(৩ফেব্রæয়ারি)রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান, সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে তারা অনশন ভাঙেন। এসময় অধ্যক্ষকে অনশনরত শিক্ষার্থীকে প্যাকেটজাত আমের জুস পান করিয়ে দিতে দেখা যায়।
প্রসঙ্গত,সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েকমাস ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল,সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই-বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়। তবে সম্প্রতি এ বিষয়ে ইতিবাচক কোন সাড়া না পেয়ে গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!