ঢাকা সিটি কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তারা আইডিয়াল কলেজের শিক্ষার্থী বলে খবর পাওয়া গেছে।
রবিবার (৯ ফেব্রæারি) সন্ধ্যায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। আহতরা হলেন- মাহিম আহমেদ সনু (২১) আলামিন (২০) রিয়ন (১৮), ইরফান (১৮) ও নাজমুল (১৯)।প্রত্যক্ষদর্শীরা জানান, আইডিয়াল ও সিটি কলেজ শিক্ষার্থীদের মারামারির কারণ জানা যায়নি। হয়তো পূর্বশত্রুতার জেরে এই সংঘর্ষ হয়েছে। আহত অবস্থায় এখন পর্যন্ত পাঁচ শিক্ষার্থীকে ঢামেকে নিয়ে যাওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ৫ জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে শিক্ষার্থী মাহিম আহমেদ সনুর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে বিকেলে দুই কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিকেল থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আপনার মতামত লিখুন :