খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির বাসভবনে শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে বাসভবনে প্রবেশ করেছেন ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। বেরিয়ে যেতে আল্টিমেটামের পর বাসভবনের গেটে তালা লাগিয়ে দিলেন শিক্ষার্থীরা।আজ মঙ্গলবার ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে ২১ ফেব্রæয়ারি রাতে ভিসি`র বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছিল শিক্ষার্থীরা। গত রাতে তালা ভেঙে বাসভবনে প্রবেশ করেছিলেন ভিসি। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে বাসভবনে বৈঠক করছিলেন ভিসি।
এ খবর পেয়ে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা ভিসি`র বাসভবনের সামনে এসে ভিতরে কেউ থাকলে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে আসতে মাইকে ঘোষণা দেন। পরে শিক্ষকরা বেরিয়ে ভিসি`র বাসভবনে তালা ঝুলিয়ে দেবার তীব্র প্রতিবাদ করেন। এসময়ে অন্তত ১৫/২০ মিনিট শিক্ষার্থীদের সাথে কথা বলেন শিক্ষকরা।
গত ১৮ ফেব্রæয়ারি ছাত্রদলের লিফলেট বিতরণকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ৫ দফা দাবি ঘোষণা করে ভিসিকে দুইদিন অবরুদ্ধ করে রেখেছিল শিক্ষার্থীরা। পরে ভিসি`র পদত্যাগসহ ছয় দফার আন্দোলনে যায় তারা। এ ঘটনার জরুরি সিন্ডিকেট সভায় ৪ সদস্যের তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।
গত ২৩ ফেব্রæয়ারি কুয়েট ক্যাম্পাস ছেড়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়ে যে যার বাড়ি ফিরে যাবার ঘোষণা দিয়েছিল।
আপনার মতামত লিখুন :