বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

এবছরের এইচএসসি পরীক্ষা নিয়ে অতীব জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৪:২৪ পিএম

এবছরের এইচএসসি পরীক্ষা নিয়ে অতীব জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:এবছর(২০২৬ সালের) উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের টেস্ট (নির্বাচনী) পরীক্ষা আগামী ফেব্রæয়ারি মাসে শুরু এবং ১০ মার্চের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সংশোধিত বিজ্ঞপ্তিতে বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করেছে।
এতে বলা হয়,২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ফেব্রæয়ারি মাসে শুরু করতে হবে। ফলাফল আগামী ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে।
তবে পরীক্ষা শুরুর সময় ফেব্রæয়ারি মাস বললেও কোনো তারিখ নির্দিষ্ট করে দেয়নি বোর্ড। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।ফাইল ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!