শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

নার্গিস ফাখরি চুপিসারে!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৯:২৮ পিএম

নার্গিস ফাখরি চুপিসারে!

দীর্ঘদিনের সঙ্গী ও যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্যোক্তা টনি বেগের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ‘হাউজফুল’ অভিনেত্রী নার্গিস ফাখরি। আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত না করলেও, অভিনেত্রীর উদযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।বলি বøাইন্ডস এন্ড গসিপ নার্গিস ও টনির বিয়ের উদযাপনের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছে। যেখানে একটি মাল্টি-টায়ার্ড ওয়েডিং কেকের ছবি আছে।
কেকটি দম্পতির আদ্যক্ষরের পাশাপাশি ‘ঐধঢ়ঢ়ু গধৎৎরধমব’ শব্দটি দিয়ে সুন্দরভাবে সজ্জিত। আরেকটি ছবিতে ‘ঘঋ’ এবং ‘ঞই’ নামের আদ্যক্ষর লেখা একটি প্ল্যাকার্ড দেখা যাচ্ছে।
টাইমস অফ ইন্ডিয়া অনুসারে,গত সপ্তাহান্তে বিবাহটি অনুষ্ঠিত হয়েছে এবং নবদম্পতি বর্তমানে সুইজারল্যান্ডে তাদের মধুচন্দ্রিমা উপভোগ করছেন।ধারণা করা হচ্ছে,ক্যালিফোর্নিয়ার একটি বিলাসবহুল হোটেলে এই বিয়ের অনুষ্ঠান হয়।
নার্গিস তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের তার সুইস ভ্রমণের বেশ কয়েকটি মনোরম ছবি দেখছেন। একইসঙ্গে, তিনি টনির পোস্ট করা স্টোরিগুলিও পুনরায় শেয়ার করে নিয়েছেন, যা নিশ্চিত করেছে যে এই দম্পতি আসলে একসাথে রয়েছেন এবং মনোরম সুইজারল্যান্ডে একান্ত যাপন করছেন।নার্গিসের পোস্ট করা একটি ছবিতে তার বিয়ের আংটির এক ঝলক দেখা যায়,যখন তিনি তার স্বামী টনির সাথে একটি সুইমিং পুলে বিশ্রাম নিচ্ছেন।
প্রসঙ্গত, নার্গিস এবং টনি প্রায় তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন।ধারণা করা হয়,কাশ্মীরে জন্মগ্রহণকারী টনি বেগের সঙ্গে তার ডেটিং শুরু হয় ২০২১ সালের শেষের দিকে। সম্প্রতি দুবাই বেড়াতে গিয়েছিলেন তারা। টনি সেই সময় তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিও শেয়ার করেছেন, যেখানে নার্গিসকেও দেখা গেছে।নার্গিস ফাখরিকে আগামীতে দেখা যাবে ‘হরি হর বীরা মাল্লু: পার্ট ১’ এবং ‘হাউজফুল ৫’ ছবিতে।চুপিচুপি বলো কেউ জেনে যাবে,নার্গিস ফাকরি আসবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!