রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

বুকের দুধ খাওয়ানো নিয়ে যা বললেন সানিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৪:০৪ পিএম

বুকের দুধ খাওয়ানো নিয়ে যা বললেন সানিয়া

“আরও ৩ বার অন্তঃসত্বা হবেন, কিন্তু বুকের দুধ খাওয়াবেন না সানিয়া মির্জা।তিনি একদিকে বিশ্ববন্দিত টেনিস তারকা, অন্যদিকে তিনি নিজেও একজন মা। তাই মাতৃত্ব যে নারীদের কাছে কতটা চ্যালেঞ্জের বিষয়, সেটা তিনি নিজেও জানেন। তিনি ভারতের এযাবৎ কালের সবচেয়ে সফল মহিলা টেনিস তারকা সানিয়া মির্জা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের মাতৃত্ব নিয়ে কথা বলতে গিয়ে ব্যক্তিগত টানাপোড়েন নিয়েও মুখ খুললেন সানিয়া।
প্রসঙ্গত, পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহের পর পুত্র সন্তান ইজহারের জন্ম দেন সানিয়া। মা হিসাবে তাঁকে কোন কোন বিষয় বেশ চাপে ফেলে দিয়েছিল? এই প্রসঙ্গে সানিয়া বলেন, “আমি আড়াই-তিন মাস ছেলেকে বুকের দুধ খাইয়েছি। আমার কাছে সেটাই মাতৃত্বের সবচেয়ে কঠিন ধাপ ছিল।” সানিয়া আরও বলেন, “আমার মনে হয়, আমি আরও তিন বার অন্তঃসত্ত্বা হতে পারি, কিন্তু এই খাওয়ানোর বিষয়টা, আমি জানি না আবার করতে পারব কি না।” 
কিন্তু কেন এমন বললেন সানিয়া? নিজেই ব্যাখ্যা দিয়েছে তারকা, বলেছেন,“আমার জন্য বিষয়টা যতটা না শারীরিক তার চেয়ে বেশি মানসিক।”তাঁর মতে, সন্তান জন্ম দেওয়ার পরে এমনিতেই শরীরে হরমোনের মাত্রা ওঠানামা করে। এর উপরে যখন এই ভাবনা আসে যে ওইটুকু শিশু খাবারের জন্যে পুরোপুরি মায়ের উপর নির্ভরশীল, তখন তার থেকে মারাত্মক মানসিক চাপ তৈরি হয়। এই কারণেই চিকিৎসকের পরামর্শ মেনে তিন মাসের মাথায় তিনি স্তন্যদান করা থামিয়ে দেন বলে জানিয়েছেন সানিয়া।সুত্র-আজকাল

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!