রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অভিষেক-ঐশ্বরিয়ার সংসারে যাকে নিয়ে টানাপোড়েন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০১:২৫ পিএম

অভিষেক-ঐশ্বরিয়ার সংসারে যাকে নিয়ে টানাপোড়েন

ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে দূরত্বের কারণ নাকি অভিনেত্রী নিমরত কৌর! ‘দসভি’ ছবির শুটিংয়ের সময়ই নাকি নিমরতের সঙ্গে সম্পর্কে জড়ান অভিষেক।
বলিউডে এখন এই চর্চাই চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিমরতকে নিয়ে চলছে একের পর এক ট্রল। অবশেষে অভিষেকের সঙ্গে সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুললেন এই অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনে মানুষের অনধিকার চর্চা নিয়ে কথা বলেন নিমরত। অভিনেত্রীর কথায়, ‘আমি যাই করি, মানুষ মন্তব্য করবেই তাদের ইচ্ছামতো।’
দাবি করা হচ্ছে, অভিষেকের সঙ্গে তার সম্পর্কের কারণে ঐশ্বরিয়ার সঙ্গে অভিনেতার সংসার ভাঙছে। এ বিষয়ে নিমরত স্পষ্ট বললেন, ‘এমন কোনো গুঞ্জন নেই। আমি মন দিয়ে নিজের কাজ করছি।’
তার বিরুদ্ধে চলা অনবরত ট্রল নিয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি অভিনেত্রী। এখন শুধুই কাজ নিয়ে ব্যস্ত বলে সাফ জানান। 
২০২২ সালে ‘দসভি’ সিনেমায় অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন নিমরত। সেই সময় অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ের বয়স ১৫ বছর। এ কথা শুনে খানিক অবাক হয়েছিলেন নিমরত।
অভিষেকের ১৫ বছরের সুখী দাম্পত্যের জন্য প্রশংসা করেছিলেন সাক্ষাৎকারের সঞ্চালকও।এ কথা শুনে অবাক হয়ে নিমরত বলেছিলেন, ‘১৫ বছর!; অভিষেক মন্তব্য করেন,হ্যাঁ দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২।’ অবাক ভঙ্গিতেই নিমরত উত্তর দেন, ‘অসাধারণ’।
এই গুঞ্জন নিয়ে অবশ্য এখনো মুখ খোলেননি ঐশ্বরিয়া বা অভিষেক কেউই। প্রথমে শোনা যাচ্ছিল,সংসারে বনিবনার অভাবেই দূরত্ব তৈরি হয়েছে তাদের মধ্যে। বিশেষ করে, অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে তারা একসঙ্গে প্রবেশ না করায় বিবাহবিচ্ছেদের জল্পনা ছড়ায়।
যদিও পরে দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। কিন্তু গত কয়েক দিনে খবর ছড়িয়েছে, নিমরতের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব। ‘লাঞ্চবক্স’,এয়ারলিফট্’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!