সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

অদা শর্মা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ১১:৫৯ পিএম

অদা শর্মা?

সারা ক্ষণ ভয়ে কুঁকড়ে থাকেন অভিনেত্রী। এই বুঝি তিনি আর কাজ পাবেন না! সেই কারণেই কি ছবিতে অভিনয় ছেড়ে দিচ্ছেন অদা?তিনি এখন অদা শর্মা কম, ‘কেরালা গার্ল’ বেশি। সৌজন্যে সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’। এই একটি ছবি রাতারাতি ভাগ্য বদলে দিয়েছে তাঁর। মাত্র ন’দিনে ছবিটি ১১২.৯৯ কোটি টাকা আয় করেছিল। সেই অদা নাকি সারা ক্ষণ ভয়ে কুঁকড়ে থাকেন, আর যদি কাজ না পান! এই আতঙ্কেই নাকি প্রত্যেক ছবির কাজ শেষ হওয়ার পর তাঁর মনে হতে থাকে, এটাই তাঁর শেষ ছবি। আর তাঁর ভাগ্যে অভিনয়ের সুযোগ মিলবে না।
সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে অকপট অভিনেত্রী। নারী দিবস থেকে তাঁর জীবন— সব কিছু নিয়ে অন্তরঙ্গ কথা বলেছেন। তখনই তিনি বলেছেন,“অভিনেতাদের জীবন এমনিতেই অনিশ্চিত। আমি আরও বেশি অনিশ্চয়তায় ভুগি। একটা ছবি শেষ হয়। আমার মনে হয়, আর আমাকে কেউ ডাকবেন না। আমি আর ছবির কাজ পাব না। এটাই আমার শেষ ছবি।” যদিও তাঁর সঙ্গে এখনও পর্যন্ত এমন কিছু ঘটেনি। তিনি একের পর এক কাজ করছেন।
তিনি ছবিতে আর কাজ পাবেন কি না এই দুশ্চিন্তার পাশাপাশি দর্শক কী ভাবছেন তাঁর অভিনয় নিয়ে কিংবা দর্শকেরা তাঁকে আদৌ পছন্দ করেন কি না— তাই নিয়েও অদা যথেষ্ট সচেতন। সে কথাও তিনি গোপন রাখেননি। জানিয়েছেন, অভিনেত্রী ছোট ছোট স্বপ্ন দেখে বড় হয়েছেন। ফলে, সেগুলো পূরণ হতেই তিনি খুশি। কিন্তু ছবিমুক্তির পর দেখেছেন, দর্শকেরা তাঁকে নিয়ে বড় স্বপ্ন দেখেন! ছবিমুক্তির পর অনেকে সমাজমাধ্যমে জানান, এই চরিত্রটি অদার জন্য নয়। অমুক চরিত্রে তাঁরা অদাকে দেখতে চেয়েছিলেন। অনুরাগীদের এই উচ্চাকাঙ্ক্ষাও এক এক সময় তাঁকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়, এমনটাই মত তাঁর। অদার কথায়, “আমি যদি দর্শক-অনুরাগীদের চাহিদা পূরণ করতে না পারি, তা হলে তাঁরা আমায় দেখবেন কেন?” এই সময় শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবির কথা মনে পড়ে তাঁর। মনে হয়, এক জন্মে তিনি বোধ হয় সব পূরণ করতে পারবেন না। তাঁকে হয়তো আবার জন্ম নিতে হবে!সুত্র-আনন্দবাজার

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!