ভারতের তেলেঙ্গানায় অনলাইন বেটিং অ্যাপ প্রচারের অভিযোগে টলিউডের বেশ কয়েকজন তারকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় নাম উল্লেখ করা হয়েছে অভিনেতা রানা দগ্গুবাতি, প্রকাশ রাজ, বিজয় দেবরাকোন্ডা, মঞ্চু লক্ষ্মী, নিধি আগরওয়ালসহ মোট ২৫ জনের।
এনডিটিভি থেকে জানা যায়, হায়দরাবাদের মিয়াপুর থানার পুলিশ জানিয়েছে,অভিযুক্ত ব্যক্তিরা অনলাইন জুয়া ও বেটিং অ্যাপের প্রচারে জড়িত ছিলেন। পুলিশের মতে,সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও সেলিব্রিটিরা নিজেদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে এই অ্যাপগুলোর প্রচার চালিয়েছেন, যা অনেক সাধারণ মানুষকে আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।
মামলার অভিযোগকারী পিএম ফণীন্দ্র শর্মা জানান, গত ১৬ মার্চ তিনি তার এলাকায় স্থানীয় যুবকদের মধ্যে বেটিং অ্যাপ নিয়ে আলোচনা লক্ষ্য করেন। অনেকেই এসব অ্যাপে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্থহয়েছেন বলে জানতে পারেন। এমনকি তিনি নিজেও এতে বিনিয়োগের কথা ভেবেছিলেন, তবে পরিবারের সতর্কবার্তার কারণে শেষ পর্যন্ত তা করেননি।
তিনি বলেন,সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তারকা ও ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে এই অ্যাপগুলোর ব্যাপক প্রচার চলছে। তারা মোটা অঙ্কের কমিশন নিয়ে সাধারণ মানুষকে এসব অ্যাপে বিনিয়োগে প্রলুব্ধ করছেন। এতে আর্থিকভাবে দুর্বল ব্যক্তিরা আকৃষ্ট হয়ে পড়েছেন এবং ধীরে ধীরে সর্বস্বান্ত হচ্ছেন।এক সপ্তাহ আগে, পাঞ্জাগুট্টা থানা থেকে অনুরূপ অভিযোগে ১১ জন অভিনেতা ও ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী, এই বেটিং অ্যাপগুলো ১৮৬৭ সালের পাবলিক গ্যাম্বলিং অ্যাক্টসহ বিভিন্ন জুয়া সংক্রান্তআইন লঙ্ঘন করছে।
অভিযোগ রয়েছে, এসব অ্যাপ তরুণদের মধ্যে জুয়ার আসক্তি বাড়িয়ে তুলছে এবং তাদের আর্থিক ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। হায়দরাবাদ পুলিশ এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে এবং তদন্ত জোরদার করেছে। অভিযোগকারীর মতে, এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে হাজার হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে, যা আরও গভীর তদন্তের দাবি রাখে।
আপনার মতামত লিখুন :