বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

জুলাই অভ্যুত্থানে বিভক্ত তারকারা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৭:২৪ পিএম

জুলাই অভ্যুত্থানে বিভক্ত তারকারা

দেশের তারকারা জুলাই অভ্যুত্থানে বিভক্ত। বছর জুড়েই আলোচিত ঘটনার ঘনঘটা ছিলো চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনজুড়ে। জুলাই অভ্যুত্থানের কারণে শিল্পী সমাজ বিভক্ত হয়ে যাওয়ার পাশাপাশি শিল্পকলা একাডেমির মঞ্চে নাটক বন্ধের ঘটনা আলোচনা ও সমালোচনার ঝড় তোলে। শিল্পী-তারকাদের বড় অংশের আত্মগোপনও ছিলো বছরের বড় ঘটনা। 
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত বিজয়ে পাল্টে যায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। পতন ঘটে প্রায় ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের এক দলীয় শাসনের। দেশে ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে পাল্টে গেছে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনও । 
একদিকে মোশাররফ করিম থেকে শুরু করে সিয়াম, বাঁধন, আশফাক নিপুন, মম ও মিথিলাদের মতো শিল্পীরা। অন্যদিকে. ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পক্ষে ফেরদৌস-রিয়াজ থেকে শুরু করে অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, রোকেয়া প্রাচী, সাজু খাদেম, সোহানা সাবার মতো শিল্পীরা। 
‘আলো আসবেই’ নামে হোটাসঅঅ্যাপ গ্রুপের কারণে শিল্পীদের একটি বড় অংশ যেমন সমালোচিত হয়েছে তেমনি লিয়াকত আলী লাকী সাম্রাজ্যের পতনের পর শিল্পকলা একাডেমিতে এসেছে নতুন মহাপরিচালক।তবে নতুন মহাপরিচালকের সময়েই শিল্পকলা একাডেমীতে নাটক বন্ধের ঘটনাও আলোচিত হয়েছে। 
অগ্রজ নাট্যজন মামুনুর রশীদকে ডিম ছুড়ে মারা এবং অভিনয় না করতে বলার কারণেও ব্যাপক সমালোচিত হয়েছেন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। তবে, সব শঙ্কা কাটিয়ে অবশেষে মঞ্চে ফেরে নাটক। স্বাভাবিক হতে শুরু করেছে নাট্যজগৎ।
চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর উপদেষ্টা হওয়ার ঘটনাও ছিল এই অঙ্গনের আলোচনার কেন্দ্রে। ১০ নভেম্বর অনেকটা চমক দেখিয়ে অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা করে নেন তিনি। নেট দুনিয়ায় ফারুকি-তিশা দম্পত্তির বিগত দিনের কার্যকলাপের সমালোচনাও হয়েছে জোড়ালো ভাবেই।
চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গণের নানা ঘটনার পাশাপাশি বিনোদন সাংবাদিকদের বেশ কয়েকটি ঘটনা আলোচনার জন্ম দেয় ২০২৪ সালেই। 
ফিরে দেখা ২০২৪: কেমন আছেন অভ্যুত্থানের আহতরাফিরে দেখা ২০২৪: কেমন আছেন অভ্যুত্থানের আহতরা
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সাংবাদিকদের ওপর সংগঠনের সদস্যদের হামলা,অভিনেত্রী তানজিন তিশাকে সাংবাদিকদের বয়কট ও সাংবাদিক শফিক আল মামুনকে প্রথম আলো থেকে অব্যাহতি দেয়া এবং এ ঘটনায় অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনিকে বিনোদন সাংবাদিকদের বয়কটও ছিল আলোচনায়।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!