দেশের দর্শক-শ্রোতা নন্দিত গানের শিল্পী ও-অভিনেতা তাহসান খান ফের বিয়ে করেছেন। পাত্রি মেকওভার আর্টিস্ট রোজা। তাহসানের সঙ্গে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তাহসানেরও দ্বিতীয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শিল্পী তাহসান নিজেই। ৪ জানুয়ারী শনিবার সকাল থেকেই সামাজিক মাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। দাম্পত্যজীবন সুখী হোক কামনা করেন।
তাহসান তার স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন, রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন।
তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান। প্রায় ১০ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছে রোজা আহমেদ।
উল্লেখ্য, ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এদিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।
সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেননি। তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাহসান তখন বø্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর ধীরে ধীরে সম্পর্ক পরিণয়ে গড়ায়। তাহসানের সাবেক বউ মিথিলার কোনো প্রত্রিয়া এখনো পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :