একটি তেলুগু ছবি নিয়ে তৈরি হয়েছিল এই বিতর্ক। ছবিতে সুযোগ পেতে হলে ‘কম্প্রোমাইজ’ করতে হবে। বলিউড অভিনেত্রীকে শর্ত দিয়েছিলেন কাস্টিং এজেন্ট। ‘উপরে উঠতে গেলে নীচে নামতে হবে।’এমনই প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী সইয়ামি খের। বলিউডের পরিচিত মুখ তিনি। তবে কেরিয়ারের শুরুটা খুব সহজ ছিল না তাঁর। মাত্র ১৯ বছর বয়সে পেয়েছিলেন আপত্তিকর প্রস্তাব। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা জানালেন সইয়ামি নিজেই।
একটি তেলুগু ছবি নিয়ে তৈরি হয়েছিল এই বিতর্ক। ছবিতে সুযোগ পেতে হলে ‘কম্প্রোমাইজ’ করতে হবে। এই শর্ত দিয়েছিলেন এক কাস্টিং এজেন্ট। সইয়ামি শোনালেন, ‘‘আমার তখন ১৯-২০ বছর বয়স। একজন এজেন্ট তেলুগু ছবির জন্য আমাকে ফোন করে বলেছিলেন,‘তুমি জানো তো, তোমাকে কম্প্রোমাইজ করতে হবে’।’’
‘কম্প্রোমাইজ’ শব্দটি শুনেই সইয়ামি বুঝতে পারেন, সেই এজেন্ট কিসের ইঙ্গিত দিচ্ছেন। সাধারণত বিনোদন জগতে ‘কম্প্রোমাইজ’ করার অর্থ কাজ পাওয়ার জন্য যৌন সম্পর্কে জড়ানো। তাই এই প্রস্তাব শুনে সতর্ক হয়ে গিয়েছিলেন সইয়ামি। এই প্রস্তাব এসেছিল এক মহিলা এজেন্টের কাছ থেকে। তাই আরও অবাক হয়েছিলেন অভিনেত্রী।সইয়ামি বলেছেন,‘‘এই প্রস্তাব একজন মহিলা দিয়েছিলেন। তাই আমি ওকে পরীক্ষা করে দেখছিলাম। কী ভাবে মহিলা হয়ে আর এক জন মহিলাকে এই প্রস্তাব দেওয়া যায়! গভীর ভাবে বিষয়টি আমাকে ভাবিয়েছিল।’’
প্রস্তাবটি পেয়ে সইয়ামি ওই মহিলাকে বলেছিলেন,‘‘আমি বুঝতে পারছি না, আপনি কী বলছেন।’’ অভিনেত্রী বার বার এই একই কথা বলতে থাকেন। অবশেষে সেই কাস্টিং এজেন্ট বলেছিলেন, ‘‘দেখো, তোমাকে এই বিষয়টা বুঝতে হবে।’’ নানা ভাবে বোঝানোর চেষ্টা করতে থাকেন তিনি। অবশেষে সইয়ামি বলেন, ‘‘আমার সত্যিই খুব খারাপ লাগছে। আপনি এটা ভাবলেন কী ভাবে, কাজ পাওয়ার জন্য আমি এত নীচে নামব? জীবনে কিছু বিষয়ে আমি কখনওই সীমা অতিক্রম করিনি।’’সুত্র-আনন্দবাজার
আপনার মতামত লিখুন :