মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৯:৪৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত

নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি। শনিবার (২২ফেব্রæয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন সৌরভ সংবাদমাধ্যমকে বলেন,‘নিরাপত্তা ইস্যুতে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে। অংশগ্রহণকারী, দর্শক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘
তিনি বলেন,সবকিছু তৈরি ছিল, কিন্তু আমরা কোনো ঝুঁকি নিতে চাইছি না। আমাদের পরিকল্পনা ছিল পরের সপ্তাহে পিছিয়ে নেব, কিন্তু পবিত্র রমজান মাস শুরু হচ্ছে, তাই পরিকল্পনা আছে ঈদের পর আয়োজনের।’
আয়োজকদের পক্ষ থেকে এর আগে বলা হয়, এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে। তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি;যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’
উল্লেখ্য,এই কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে গান গাওয়ার কথা ছিল জেমসের। কনসার্টটিতে আরও অংশ নেওয়ার কথা ছিল ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ,ক্রিপটিক ফেইট, কুঁডঘের, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!