রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

বলিউডে বাঙালি অভিনেত্রীদের রূপচর্চা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ১২:২৮ এএম

বলিউডে বাঙালি অভিনেত্রীদের রূপচর্চা

কেমন ভাবে ত্বকের পরিচর্যা করেন রানি মুখোপাধ্যায়? মুখে কী মাখেন কাজল? বলিউডের বাঙালি অভিনেত্রীদের রূপরটিন কেমন জানেন? পেশাগত কারণে ত্বকের যতেœ বাড়তি মনোযোগ দিতে হয় নায়িকাদের। করিনা কপূর, আলিয়া ভট্ট, কৃতি শ্যাননের জেল্লাদার ত্বকের নেপথ্যে রয়েছে দীর্ঘ পরিশ্রম এবং সঠিক যতœ। অনেকেই নায়িকাদের রূপরুটিনের বিষয়ে জানতে চান। বেশির ভাগেরই ধারণা, নায়িকাদের মসৃণ ত্বকের রহস্য লুকিয়ে আছে নামী-দামি সংস্থার প্রসাধনীতে। কিন্তু অভিনেত্রীরা নিজেরাই বলেন, যে নামী সংস্থার প্রসাধনী নয়, বরং রূপচর্চায় তাঁরা ব্যবহার করেন ঘরোয়া উপকরণই। ঠিক যেমন রানি মুখোপাধ্যায় এখনও নারকেল তেলেই ভরসা রাখেন। কাজলের পছন্দ হল ময়েশ্চারাইজার। বলিউড কাঁপাচ্ছেন যে বাঙালি অভিনেত্রীরা, তাঁরা কী ভাবে রূপচর্চা করেন তার খোঁজ রইল।
রানির দিন শুরু হয় অ্যালো ভেরা জুস দিয়ে। নানা জায়গায় সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, সকাল সকাল অ্যালো ভেরা জুস খাওয়া তাঁর অভ্যাস। এতে যেমন শরীর ‘ডিটক্স’ হয়, তেমনই ত্বকও ভাল থাকে।এর পরে করলার জুস খান রানি। ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই পানীয় তাঁর শরীরে রোগ প্রতিরোধ বাড়ায়, পাশাপাশি ত্বকেও জেল্লা এনে দেয়।
সারা দিনে যতই ব্যস্ততা থাক, নিয়ম মেনে মুখে গোলাপজলও মাখেন। এই গোলাপজলের স্প্রে বোতল সব সময়েই থাকে তাঁর ব্যাগে। বানিয়ে নেন বাড়িতেই।মৌনী রায়ের ত্বকের পরিচর্যা-ত্বক ভাল রাখতে প্রচুর পরিমাণে জল খাওয়ারই পরামর্শ দেন মৌনী। সারা দিনে পর্যাপ্ত পরিমাণে জল পানের পাশাপাশি টাটকা ফলের রসও খান নিয়ম মেনে।
মৌনী জানিয়েছেন, সুষম খাবার, শরীরচর্চা ও ধ্যান বা মেডিটেশনই তাঁর ত্বকে জেল্লা এনে দিয়েছে। ফেস-মাস্ক তিনি ঘরেই বানিয়ে নেন। তার জন্য অ্যালো ভেরা জেল ও ভিটামিন ই ট্যাবলেট দিয়ে মাস্ক তৈরি করে নেন। প্রতি দিন নিয়ম করে এই মাস্ক তিনি ব্যবহার করেন।রোদে বেরোলে সানস্ক্রিন আর রাতে শোয়ার আগে মেকআপ তুলে ময়েশ্চারাইজার অবশ্যই মাখেন।
কাজলের রূপচর্চা-৫০ বছরে পা দিয়েছেন নায়িকা। তবে বয়সের ছাপ পড়তে দেননি ত্বকে। গত কয়েক দশকে আপামর দর্শককে যে ভাবে সৌন্দর্যে মুগ্ধ করে রেখেছিলেন, এখনও সেই মুগ্ধতা যায়নি। ক্লিনজিং,টোনিং এবং ময়েশ্চারাইজিং হল কাজলের রোজের রূপচর্চার প্রাথমিক ধাপ। প্রতিটি ধাপ সময় নিয়ে ধৈর্য ধরে করেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, ছোটবেলায় মা যেমন শিখিয়েছিলেন, তেমনই দিনের বেলা ও রাতের শোয়ার আগে নিয়ম করে ময়েশ্চারাইজার মাখতে ভোলেন না। সানস্ক্রিন না মেখে বাড়ি থেকে বেরোন না। মেকআপ করার আগে প্রথমে সানস্ক্রিন মেখে নেন। তার পর অন্যান্য প্রসাধনী ব্যবহার করেন। তা ছাড়াও ত্বকে নিয়মিত সিরাম ব্যবহার করেন কাজল। ত্বকের লাবণ্য বজায় রাখতেও সিরাম উপকারী।সুত্র-আনন্দবাজার

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!