সঞ্জয় লীলাকে সন্তুষ্ট করা সহজ নয়’, কেন বললেন মা মধু চোপড়া“মেকআপ ভ্যানের অন্দরেও কোনও কথা বলত না প্রিয়ঙ্কা”, কোন প্রসঙ্গে বললেন মা প্রিয়ঙ্কা চোপড়ার মা মধু চোপড়া? কাশীবাইয়ের চরিত্র ফুটিয়ে তোলা খুব কঠিন ছিল। কারণ, ‘ক্লোজ আপ’ শট ছিল প্রচুর। প্রতিটি মুহূর্তে চরিত্রের মুখের অভিব্যক্তি ধরা পড়েছে পর্দায়। উষ্ণ প্রেম, বিরহ,যন্ত্রণা,আক্ষেপ ইত্যাদি নানা অনুভূতির চিত্রায়ণ নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু অভিনেত্রীর মা মধু চোপড়া জানিয়েছেন, এই কাজ মোটেই সহজ ছিল না। বিশেষত সঞ্জয় লীলা ভন্সালীকে এই ধরনের অভিনয়ের মাধ্যমে সন্তুষ্ট করা সহজ কাজ নয়।
“সঞ্জয় লীলা ভন্সালী খুব সহজ পরিচালক নন। চরিত্র ঠিক মতো ফুটিয়ে তোলা হচ্ছে কি না, তিনি যেটা চাইছেন সেটা পূরণ হচ্ছে কি না সে দিকে সব সময় খেয়াল রাখতে হয়”, বলেন মধু। প্রিয়ঙ্কারও সে দিকেই মূল লক্ষ্য ছিল। শুটিং ফ্লোরে অভিনয় ছাড়া অন্য কোনও দিকে মনোযোগ দিতেন না তিনি। মধুর কথায়, “এমনকি মেকআপ ভ্যানের অন্দরেও কোনও কথা বলত না প্রিয়ঙ্কা।”বলিউডে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে প্রিয়ঙ্কাকে শেষ দেখা গিয়েছিল। এর পর এসএস রাজামৌলির ছবিতে প্রিয়ঙ্কার দেখা মিলবে। এই তেলুগু ছবিতে দক্ষিণী তারকা মহেশ বাবুর সঙ্গে জুটি বাঁধবেন প্রিয়ঙ্কা। একাধিক ভাষায় মুক্তি পাবে ছবিটি।সুত্র-আনন্দবাজার
আপনার মতামত লিখুন :