শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দীপিকা-রণবীরের প্রেম কেন ভেঙেছিল? মুখ খুললেন নীতু কাপুর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৫:৪০ পিএম

দীপিকা-রণবীরের প্রেম কেন ভেঙেছিল? মুখ খুললেন নীতু কাপুর

বলিউডের একসময়ের আলোচিত জুটি রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন। এই জুটি দীর্ঘদিন প্রেম করেছেন। তাদের বিচ্ছেদ নিয়ে এখনও আলোচনা করেন ভক্তরা। বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরেই চলে এসেছে নানা জল্পনা-কল্পনা। তবে এবার সেই সম্পর্ক ভাঙার পেছনের কারণ নিয়ে মুখ খুলেছেন রণবীর কাপুরের মা, বর্ষীয়ান অভিনেত্রী নীতু কাপুর।
২০০৮ সালে মুক্তি পাওয়া ‘বাচনা অ্যায় হাসিনো’ সিনেমার সেটে প্রেমের শুরু রণবীর-দীপিকার। ক্যারিয়ারের শুরুর দিকেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে যান তারা। প্রেম এতটাই গভীর হয়েছিল যে, দীপিকা পিঠে ট্যাটু করে রণবীরের নামের আদ্যক্ষর পর্যন্ত লিখে ফেলেছিলেন। সেই সময় একসঙ্গে নানা পার্টি ও অনুষ্ঠানে উপস্থিত হয়ে হয়ে উঠেছিলেন পাপারাজ্জিদের ক্যামেরার কেন্দ্রবিন্দু। তবে সেই সম্পর্ক টেকেনি। হঠাৎই তাদের বিচ্ছেদ ঘটে। বলিপাড়ায় কানাঘুষো ছিল, রণবীর নাকি দীপিকাকে ঠকিয়েছিলেন, যার প্রভাব পড়েছিল দীপিকার মানসিক স্বাস্থ্যের উপরও।
ডিএনএ থেকে জানা যায়, সম্প্রতি একটি পুরোনো সাক্ষাৎকারে নীতু কাপুর বলেন,আমার মনে হয় না রণবীরের খুব বেশি বান্ধবী ছিল। কেবল একজনই ছিল, সে দীপিকা। হয়তো তাদের সম্পর্কের মধ্যে কোথাও কিছু একটার কমতি ছিল। সম্পর্ক তো সবারই হয়, কিন্তু সব সম্পর্কই শেষ পর্যন্ত টেকে না। যদি সম্পর্কটা নিখুঁত হতো, তাহলে এমন ভাঙন আসত না।তিনি আরও যোগ করেন, আমি কখনোই দীপিকাকে খারাপ বলিনি বা মনে করিনি সে কোনো দিক দিয়ে খারাপ। এমনও বলিনি যে, এই মেয়েকে বিয়ে কোরো না বা এ ধরনের বান্ধবী রেখো না। রণবীরের জীবন ওরই সিদ্ধান্ত। আমি শুধু আমার দিক থেকে মতামত দিয়েছি।বর্তমানে রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন দুজনেই বিবাহিত এবং নিজেদের মতো করে সুখী সংসার করছেন। দুজনেরই একটি করে কন্যাসন্তান রয়েছে। সময় বদলে গেছে, জীবন এগিয়ে গেছে তবে তাদের পুরোনো প্রেমকাহিনি আজও বলিউডপ্রেমীদের আলোচনার বিষয় হয়ে আছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!