বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

প্রিয়াঙ্কা চোপড়ার মিশ্রপ্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৯:২৮ এএম

প্রিয়াঙ্কা চোপড়ার মিশ্রপ্রতিক্রিয়া

প্রকৃতির রুদ্ররোষে হলিউড! জেমি লি কার্টিস,প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিনস,ম্যান্ডি মুরেরদের লস অ্যাঞ্জেলেসের বাড়ি দাবানলের গ্রাসে। ভয়াবহ পরিস্থিতিতে আতঙ্ক সর্বত্র। আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকা ঘরবাড়ির ছবি শেয়ার করে একাধিক হলিউড তারকা সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। ইতোমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সেখানে। দেশি গার্লখ্যাত বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার লস অ্যাঞ্জেলেসের বাড়ির অনতিদূরেই এমন অগ্নিকান্ড ঘটেছে। বুধবার গভীর রাতে সেই ছবি শেয়ার করে উদ্বেগ ড্রকাশ করেছেন এই অভিনেত্রী।
প্রিয়াঙ্কা চোপড়া নিজেও এখন আমেরিকাবাসী। বিগত কয়েক বছর ধরেই লস অ্যাঞ্জেলেসে নিক জোনাসের সঙ্গে ঘরকন্না পেতেছেন তিনি। পাশাপাশি হলিউডেও তিনি বেশ পরিচিত মুখ। বুধবার রাতে তার বেভারলি হিলসের বাংলো বাড়ির বারান্দা থেকে যে দৃশ্য ক্যামেরাবন্দি করলেন অভিনেত্রী, তা দেখে শিউরে উঠতে হয়! দাউদাউ করে জ্বলছে সর্বত্র।বিধ্বংসী দাবানলে ক্ষতিগ্রস্থ ক্যালিফোর্নিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে একাধিক ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানেই তার প্রার্থনা, ‘রাতে যেন আমরা সবাই সুরক্ষিত থাকি।’
এদিকে এই আতঙ্কের মধ্যেই নতুন একটি সুখবর পেলেন প্রিয়াঙ্কা। আসন্ন অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘অনুজা’। সিনেমাটির নির্বাহী প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া। একটি নয় বছর বয়সী মেয়ের গল্প উঠে এসেছে এই সিনেমায়। মেয়েটি তার বড় বোন পলকের সঙ্গে একটি গার্মেন্টস কারখানায় কাজ করে। সে এমন একটি সিদ্ধান্তের মুখোমুখি হয়, যা তার ভবিষ্যৎ এবং পরিবার, উভয়কেই প্রভাবিত করে।
এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে প্রিয়াঙ্কা বলেন,‘সিনেমাটি এমন একটি বিষয়ের ওপর নির্মিত, যা বিশ্বজুড়ে লাখ লাখ শিশুকে প্রভাবিত করবে। এই শিশুরা তাদের ভবিষ্যৎ সম্পর্কে একেবারেই ভাবে না এবং কঠিন বাস্তবতার মুখোমুখি হয়।’ তিনি আরও বলেন, মর্মস্পর্শী, চিন্তা করতে সাহায্য করবে এমন একটি গল্পের সিনেমা ‘অনুজা’।এটি আমাদের জীবনের গতিপথকে প্রভাবিত করতে দারুণভাবে সাহায্য করবে। আমি এমন একটি অসাধারণ প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত গর্বিত।
সিনেমাটি নির্মাণ করেছে সালাম বালক ট্রাস্ট (এসবিটি) নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান। এটি মূলত কাজ করে ছিন্নমূল শিশুদের সহায়তার জন্য। ‘অনুজা’র চিত্রনাট্য লিখেছেন আদম জে গ্রেভস। সিনেমাটি নির্মাণও করেছেন তিনি।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!