বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

বলিউডে আইটেম গানে নেচে কত আয় করেন তারকারা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০১:৫৭ পিএম

বলিউডে আইটেম গানে নেচে কত আয় করেন তারকারা?

দীপিকা পাডুকোন থেকে ক্যাটরিনা কাইফ, সানি লিওন থেকে সামান্থা রুথ প্রভু-বড় পর্দায় শুধু অভিনয় নয়, ‘আইটেম সং’-এ কাজ করেও দর্শকদের মন ভুলিয়েছেন অভিনেত্রীরা। নাচের দৃশ্যে অভিনয় করে পারিশ্রমিকও পেয়েছেন নজরকাড়া।
২০১১ সালে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘দম মারো দম’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিষেক বচ্চন, বিপাশা বসু এবং রোহন সিপ্পিকে। এই ছবির একটি ‘আইটেম সং’-এ অভিনয় করেন বলি অভিনেত্রী দীপিকা পাডুকোন। বলিপাড়ার অধিকাংশের দাবি, ওই একটি নাচের দৃশ্যে অভিনয় করার জন্য দেড় কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন দীপিকা।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের ‘রইস’ ছবিতে ‘লায়লা ম্যায় লায়লা’ গানে নাচতে দেখা গিয়েছিল সানি লিওনকে।জানা যায়, এই ‘আইটেম সং’-এ অভিনয় করে তিন কোটি টাকা আয় করেছিলেন সানি। ২০২৩ সালে মুক্তি পাওয়া তেলুগু ছবি ‘ওয়াল্টেয়ার ভিরায়া’তে নাচের দৃশ্যে অভিনয় করে দু’কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন উর্বশী রাউতেলা।
২০১২ সালে হৃতিক রোশন এবং সঞ্জয় দত্ত অভিনীত ‘অগ্নিপথ’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবির ‘চিকনি চামেলি’ গানে নেচে দু’কোটি টাকা আয় করেছিলেন বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।‘গলিয়ো কি রাসলীলা রামলীলা’ ছবির ‘আইটেম সং’-এ অভিনয় করে ছয়কোটি টাকা উপার্জন করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস।
ছবিতে ‘ও অন্তাভা’ গানের দৃশ্যে অভিনয় করে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। ‘আইটেম সং’-এ অভিনয় করতে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
বলিউডের ‘আইটেম সং’গুলির মধ্যে অন্যতম ‘মুন্নি বদনাম হুয়ি’। এই নাচের দৃশ্যে অভিনয় করতে দু’কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন মালাইকা অরোরা। একাধিক হিন্দি ছবিতে ‘আইটেম সং’-এ অভিনয় করতে দেখা গিয়েছে নোরা ফাতেহিকে। বলিপাড়া সূত্রে খবর, এক একটি নাচের দৃশ্যে অভিনয় করতে দু’কোটি টাকা পারিশ্রমিক আদায় করেন নোরা।
অক্ষয় কুমারের ‘গব্বর ইজ ব্যাক’ ছবিতে একটি ‘আইটেম সং’-এ অভিনয় করতে দেখা গিয়েছিল চিত্রাঙ্গদা সিংকে। শোনা যায়, এই নাচের দৃশ্যে অভিনয় করে ৬০ লক্ষ টাকা আয় করেছিলেন অভিনেত্রী। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হরর কমেডি ঘরানার ছবি ‘স্ত্রী ২’। এই ছবিতে ‘আইটেম সং’ ছাড়াও কয়েক মিনিটের দৃশ্যে অভিনয় করেছেন তমান্না ভাটিয়া। বলিপাড়া সূত্রে খবর, ‘আইটেম সং’-এর জন্য গান প্রতি ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক আদায় করেন তমান্না। বলিপাড়ার অধিকাংশের দাবি, ‘আইটেম সং’-এ অভিনয় করতে এক থেকে দু’কোটি টাকা পারিশ্রমিক আদায় করেন কারিনা কাপূর খান।
‘রামাইয়া বাস্তবাইয়া’ ছবিতে একটি ‘আইটেম সং’-এ দেখা গিয়েছিল বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। শোনা যায়, এই নাচের দৃশ্যে অভিনয় করে ৪০ লক্ষ টাকা উপার্জন করেছিলেন তিনি। একাধিক হিন্দি ছবিতে ‘আইটেম সং’-এ অভিনয় করতে দেখা যেত মল্লিকা শেরাওয়াতকে। ‘আইটেম সং’-এ অভিনয় করতে কয়েক লক্ষ টাকা আয় করতেন মল্লিকা। আইটেম সং বলি তারকারা দীপিকা পাডুকোন সানি লিওন উর্বশী রাউতেলা প্রিয়ঙ্কা চোপড়া ক্যাটরিনা কাইফ নোরা ফাতেহি।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!