শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

গোবিন্দাকে বিচ্ছেদের নোটিস

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ১১:৩১ এএম

গোবিন্দাকে বিচ্ছেদের নোটিস

মারাঠি অভিনেএীর সাথে পরকিয়ায় জড়িয়েছেন বলিউডের হিরো নাম্বারখ্যাত হিরো গোবিন্দ। পরিণামে দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য বলি-অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার। গোবিন্দার দাম্পত্য বেশ কিছুদিন হল খাদের কিনারে।  এক চাঁদের তলাতেও আর থাকেন না তাঁরা।  এহেন আবহেই বলিপাড়ায় ফিসফাস শুরু হয়েছে,বিবাহবিচ্ছেদের পথে গোবিন্দা-সুনীতা। আর এর পিছনে নাকি রয়েছে গোবিন্দার বিবাহ-বহির্ভূত সম্পর্ক। ৩০ বছর বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন ‘হিরো নম্বর ওয়ান’। আর সেই কারণেই নাকি গোবিন্দা-সুনীতার বিয়ে ভাঙতে চলেছে।  এবার গোবিন্দা নিজেই এই প্রসঙ্গে মুখ খুললেন! 
এক সাক্ষাৎকারে গোবিন্দা জানিয়েছেন খুব শিগগিরই একটি ছবির কাজে হাত দেবেন। সেই বিষয়টি নিয়ে তিনি ভারী ব্যস্ত। এর বাইরে তাঁর আর কিছুই বলার নেই। অবশ্য তাঁর দীর্ঘ বছরের সহকারী শশী সিনহাবললেন, “হ্যাঁ, এটা ঠিকই দীর্ঘ দিন ধরেই গোবিন্দা ও সুনীতার সম্পর্কে ওঠাপড়া চলছে। এই বিষয়ে পরিবারের অন্দর থেকে মন্তব্যও করা হয়েছে। সুনীতা একটি আইনি নোটিস পাঠিয়েছেন আদালতে এটাও সত্যি। তবে সেটা কোন বিষয়ের তা এখনও আমরা জানি না, কারণ আমাদের হাতে তা এসে পৌঁছয়নি।” তবে গোবিন্দা এবং সুনীতা যে এক চাঁদের তলায় থাকছেন না, এই খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন শশী। তিনি জানিয়েছেন, গোবিন্দা ওঁদের সঙ্গে ফ্ল্যাটেও থাকেন। তবে হ্যাঁ, বেশিরভাগ সময় তাঁর বাংলোতে কাটে কারণ একটি রাজনৈতিক দলের সঙ্গে তিনি জড়িত। ফলে সেই দলের নানান কাজ তাঁকে সামলাতে হয়। 
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে সুনীতার মুখে গোবিন্দার প্রসঙ্গে শোনা যায়, “এখন ওর বয়স ৬০। হাতেও তেমন কোনও কাজ নেই। সারাদিন বসেই থাকে। এটা নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছি।” সুনীতার এই মন্তব্যের পরেই উঠেছিল বিতর্কের ঝড়। নিন্দুকরা বলছেন, নিশ্চয়ই স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডগোল শুরু। তবে গোবিন্দা অথবা সুনীতা-কারওর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। সবটাই এখনও পর্যন্ত গুঞ্জনের পর্যায়েই রয়েছে।সুত্র-আজকাল

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!