বলিউডের তারকারা বিলাসবহুল জীবনের জন্য বেশ পরিচিত প্রাইভেট জেট, রাজপ্রসাদের মতো বাংলো আর চোখ ধাঁধানো গাড়ির বহর তো আছেই। কিন্তু জানেন কি, এক বলিউড নায়িকার কিন্তু রয়েছে যাঁর আছে একেবারে নিজের ব্যক্তিগত দ্বীপ! হ্যাঁ, ঠিক শুনেছেন নিজস্ব দ্বীপ! আর এই নামটি কিন্তু কোনও বলিউডের প্রথম সারির তারকা-অভিনেত্রীর নয়!
শ্রীলঙ্কার প্রাক্তন বিউটি কুইন তথা বলি-অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, যিনি প্রায় দু’দশক ধরে ভারতীয় বিনোদন দুনিয়ায় কাজ করে চলেছেন, তিনি বলিউডের একমাত্র নায়িকা যাঁর আছে নিজের চার একর জায়গা নিয়ে এক ব্যক্তিগত দ্বীপ! এই দ্বীপটি শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে অবস্থিত।
জ্যাকলিন ২০১২ সালে প্রায় ৬০০,০০০ মার্কিন ডলার (তৎকালীন ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) দিয়ে এই দ্বীপটি কিনেছিলেন। শোনা যায়, তিনি সেখানে একটি বিলাসবহুল ভিলা বানাতে চেয়েছিলেন। তবে সেই ভিলা তাঁর নিজের জন্য না কি বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে—তা তিনি কখনও স্পষ্টভাবে জানাননি। দ্বীপ কেনার পর তিনি ঠিক কী করেছেন, সে সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায় না। তবে হ্যাঁ, তিনি এখনও এই ব্যক্তিগত দ্বীপের মালিক সেটা নিয়ে কোনও দ্বিমত নেই।জ্যাকলিনের কেরিয়ার শুরু হয়েছিল মডেলিং-এর মাধ্যমে। তিনি বলিউডে পা রাখেন ২০০৯ সালে ‘আলাদিন’ ছবি দিয়ে। তবে তাঁর আসল ব্রেক আসে ২০১১ সালে, ‘মার্ডার ২’-এর হাত ধরে। এরপর ‘হাউসফুল ২’, ‘রেস ২’-এর মতো সুপারহিট ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। যদিও এইমুহূর্তে তাঁর কেরিয়ার বেশ ¤øান।সর্বশেষ জ্যাকলিনকে তাঁকে দেখা গিয়েছিল সোনু সুদ অভিনীত অ্যাকশন ফিল্ম ‘ফতে’-তে। এইমুহূর্তে তাঁর দুটি বড় বাজেটের ছবি মুক্তির অপেক্ষায়‘হাউসফুল ৫’এবং ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।দুই ছবিতেই তাঁর সঙ্গে রয়েছেন অক্ষয় কুমার।সুত্র-আজকাল
আপনার মতামত লিখুন :