শনিবার, ১০ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শ্রাবন্তী-কৌশানীর কী নিয়ে ঝগড়া!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৮:৩৫ পিএম

শ্রাবন্তী-কৌশানীর কী নিয়ে ঝগড়া!

সবার প্রশ্ন কি নিয়ে সবার সামনে ঝামেলা শুরু করলেন টলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং কৌশানী মুখোপাধ্যায়। তৃতীয় ব্যক্তিকে কেন্দ্র করে হঠাৎ এই ঝামেলা শুরু, থামাতে পারছিলেন না কেউই। কী এমন হল যার জন্য ঝগড়া শুরু করে দিলেন শ্রাবন্তী ও কৌশানী?নায়িকাদের মধ্যে ঝামেলার কথা শোনা যায়, তবে এদিন স্বচক্ষে সকলে দেখলেন দুই নায়িকার ঝগড়া। তাও আবার মাঝে রয়েছেন বিশেষ ব্যক্তি। তাঁকে কেন্দ্র করেই ঝামেলায় জড়িয়ে পড়লেন শ্রাবন্তী-কৌশানী। 
সেই ব্যক্তি আর কেউ নন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তবে তিনি মাঝে থেকেও দুই নায়িকার ঝামেলা থামাতে পারলেন না। কী কারণে ঝগড়া শুরু হল টলিউডের দুই নায়িকার? কারণ হল প্রেম। শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাঁর জীবনে প্রেমিকার জায়গা কাকে দিচ্ছেন সেই নিয়েই ঝামেলা শুরু। আসলে শিবপ্রসাদ মুখোপাধ্যায় সম্প্রতি কাজ করেছেন দুই অভিনেত্রী সঙ্গেই।
‍‍`বহুরূপী‍‍` এবং ‍‍`আমার বস‍‍` ছবিতে এই দুই অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন পরিচালক, অভিনেতা। তাই এদিন ঝামেলা শুরু হল পর্দার ‍‍`মৌসুমী‍‍` এবং ‍‍`ঝিমলি‍‍`র মধ্যে, শ্রাবন্তী বা কৌশানীর মধ্যে নয়। সকলের সামনেই দুই ছবির দুই চরিত্র হয়ে উঠলেন এই দুই নায়িকা। তাঁদের সামলাতে হিমশিম অবস্থা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের। ‍‍`আমার বস‍‍`-এর মিউজিক লঞ্চে হঠাৎই হাজির হয়েছিলেন পর্দার ঝিমলি অর্থাৎ কৌশানী মুখোপাধ্যায়। সেখানেই সকলে দেখলেন এমন একটি মজার ঘটনা। আসলে দুই নায়িকার সঙ্গেই পর্দায় রোম্যান্স করতে দেখা গিয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। তাই বেশ মজা করেই এমন ঘটনা ঘটানো হল।সুত্র-আজকাল

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!