শুক্রবার, ১৬ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

তাপসী পান্নু কি বলেন!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০১:৪২ পিএম

তাপসী পান্নু কি বলেন!

বলিউডের মুখোরোচক খবরের আখড়া করণ জোহরের টক শো। তারকাদের হাঁড়ির খবর বের করতে ওস্তাদ করণ। ওটিটি প্ল্যাটফর্ম ‍‍`নেটফ্লিক্স‍‍`-এ করণের সঙ্গে কফির নতুন আড্ডাও জমে উঠেছে। 
একে একে সব তারকা ডাক পাচ্ছেন এই শোয়ে। বহু বছর ধরে চলা এই শোয়ের টিআরপি-ও মারাত্মক। আলিয়া-রণবীরের প্রেমচর্চা থেকে কিয়ারা-সিদ্ধার্থের সম্পর্কের গুঞ্জন,সবটাই উঠে এসেছিল করণের কথার ভাঁজে। এমনকী তারকাদের সঙ্গে যৌনতা নিয়ে খোলামেলা আলোচনাতেও পিছিয়ে নেই করণ। 
বহু তারকারা বহুবার এই শোয়ে এলেও শুধু আমন্ত্রণ পাচ্ছেন না তাপসী পান্নু। কিন্তু কেন? প্রশ্নের উত্তরে এক সাক্ষাৎকারে অভিনেত্রী যা বললেন তাতে চক্ষু চড়কগাছ সকলের। তবে হ্যাঁ, বরাবরের মতো বুদ্ধিমত্তার সঙ্গে সোজাসাপ্টা জবাবই দিয়েছেন তিনি। এমন উত্তর যেন শুধু তাঁর কাছ থেকেই আশা করা যেত। মজার ছলে তাপসীর জবাব ছিল,‘‘আমার যৌনজীবন তো অত মশলাদার নয়! তাই হয়তো ডাকা হয় না।’’সুত্র-আজকাল

 

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!