মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

মন্ত্রীর বাসার লিফটে মারধরের কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৯, ২০২৪, ০৯:১১ পিএম

মন্ত্রীর বাসার লিফটে মারধরের কর্মকর্তা বরখাস্ত


রাজধানীর পরীবাগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমানের বাসার লিফটে এক সহকর্মীকে মারধরের ঘটনায় প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (লিড, ডেপুটেশন অ্যান্ড ট্রেনিং রিজার্ভ) মো. আজিজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ১৯ জুন বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ১২ (১) মোতাবেক ১৯ জুন চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন। প্রসঙ্গত-গত ১৩ জুন রাজধানীর পরীবাগ এলাকার দিগন্ত টাওয়ারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমানের বাসার লিফটে এক কর্মকর্তাকে মারধরের অভিযোগ ওঠে। এ অভিযোগে গত ১৪ জুন শাহবাগ থানায় হত্যাচেষ্টার মামলা করেন ভুক্তভোগী প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মলয় কুমার শূর। মামলায় মলয় কুমার শূর অভিযোগ করেন, মন্ত্রীর ডাকে তিনি গত ১৩ জুন রাতে পরীবাগে যান। রাত ৯টার দিকে মন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি লিফটে বাসার নিচে নামেন। লিফট থেকে বের হওয়ার মুখে আজিজুল তাকে আঘাত করেন। তাকে হত্যার উদ্দেশ্যে মাথা ও নাকে আঘাত করেন আজিজুল। এতে তিনি গুরুতর আহত হন।
মলয় কুমার অভিযোগ করেন, তিনি এ সময় চিৎকার করলে নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে। তবে আজিজুল তাকে আরও ভয়ভীতি দেখিয়ে ও হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান। গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আজিজুলের আঘাতে তার মুখমন্ডল ফেটে যায়, চিকিৎসক তাতে সেলাই দিয়েছে। এ ছাড়া বুক ও শরীরের বিভিন্ন স্থানে তার আঘাত রয়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!