বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলা সব আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ১১:০২ এএম

২১ আগস্ট গ্রেনেড হামলা সব আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

দেশের বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার (১৯ মার্চ) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
গত ১২ জানুয়ারি একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদন্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের খালাস দেন হাইকোর্ট।
বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ। আইনে টেকে না। রায়ে বলা হয়েছে, যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিলেন তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না। উল্লেখ্য,২০০৪ সালের ২১ আগস্ট গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ গেনেড হামলার ঘটনা ঘটে ছিল। বিস্তারিত আসছে...

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!