বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিপু ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৯:০৩ পিএম

বিপু ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

বিদ্যুুৎ খাতের লুটেরা আওয়ামী লীগের ক্যাশিয়ার সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তার স্ত্রী সীমা হামিদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
রোববার(১৯ জানুয়ারী) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসাইন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।দুদকের পক্ষে উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা কমলেশ মন্ডল নথি জব্দের আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়েছে, সীমা হামিদের অর্জিত মোট সম্পদের মধ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৯৬৪ টাকার সম্পদ অসাধু উপায়ে অর্জন করে ভোগ দখলে রেখেছেন। নিজ নামে ২০টি ব্যাংক হিসাবে মোট ১২ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার ৬৯৯ টাকা জমা ও ১১ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৮১৮ টাকা উত্তোলনের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেছে। যা মানিলন্ডারিংয়ে সম্পৃক্ত। দুর্নীতি দমন কমিশনের দন্ডবিধি ১০৯ ধারায় তার নামে মামলা দায়ের করা হয়েছে।
আসামি নসরুল হামিদ দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় তার স্ত্রী সীমা হামিদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৯৬৪ টাকার সম্পদ অর্জন করতে সহায়তা করেন। মামলার তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন। অভিযোগ রয়েছে নসরুল হামিদ বিপু দুর্নীতিবাজ আর আত্মীয়স্বজন ঠিকাদার এই ছিল বিপুর কায়কারবার। দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল বিদ্যুৎ মন্ত্রনালয়টি।পিএস-এপিএস আর পিআরও-কিছু ঠিকাদার নিয়ে সিন্ডিকেট গড়ে তোলে বিপু।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!